শহীদ নূর হোসেন স্কয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা

শহীদ নূর হোসেন স্কয়ারে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা

শেয়ার করুন

14937213_1135938089795480_5888055515848048003_n
নিজস্ব প্রতিবেদক :

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। দিবস উপলক্ষে ভোর থেকে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে জড়ো হতে থাকে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শহীদের আত্নার শান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। এ দিনে হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিল যুবলীগ কর্মী নূর হোসেন। তাঁর বুকে-পিঠে উৎকীর্ণ ছিল, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক- এই জ্বলন্ত স্লোগান।

নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে। যার ধারাবাহিকতায় দেশে কায়েম হয় দীর্ঘদিনের লালিত স্বপ্ন গণতন্ত্র।