লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য দুটি অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য দুটি অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের দুটি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে মালটার প্রেসিডেন্ট মেরি লোইস কোলেইরো প্রেসা এবং জাতিসংঘ মহাসচিবের স্ত্রী বান সুন তায়েকেও পুরস্কার পান।

পুরস্কার পাওয়ার পর তা জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই পুরস্কার প্রমাণ করছে বাংলাদেশের নারীরা সত্যিকার অর্থেই পরিবর্তনের এজেন্ট।

‘প্ল‌্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কারটি দেওয়া হয় ইউএন উইমেনের পক্ষ থেকে। আর ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম।