লন্ডনের আগুন: বাংলাদেশের একই পরিবারের ৫ জনের মৃত্যু

লন্ডনের আগুন: বাংলাদেশের একই পরিবারের ৫ জনের মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

লন্ডনের উত্তর কেনসিংটনে আগুনে পুড়ে যাওয়া ভবন গ্রেনফেল টাওয়ারে উদ্ধার কাজ চলছে। বাংলাদেশের একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে।

লন্ডনের মেয়র সাদেক খান এক বিবৃতিতে, মৃতের সংখ্যা ১৭ জন নিশ্চিত করলেও উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। আহত ৭০ জনেরও বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক।

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ নিহত পরিবারের জন্য ‘চিন্তা ও প্রার্থনা’ করেছেন বলে জানিয়েছেন। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, এক ব্যক্তিগত সফরে ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার ঘটনাটির সুষ্ঠ তদন্তের আশ্বাস দেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া ১ টা নাগাদ ২৪ তলা আবাসিক ভবনটির চতুর্থ তলায় আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এসময় ভবনটির ১২০টি ফ্ল্যাটের অধিকাংশ বাসিন্দাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো।  আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। তবে ঠিক কি কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।