রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপ ও আরব দেশগুলোর সাহায্য চেয়েছে বাংলাদেশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউরোপ ও আরব দেশগুলোর সাহায্য চেয়েছে বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ইউরোপীয় ও আরব দেশগুলোর কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ।

রোবাবর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও অংশ নিয়েছে।

বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে দুপুরে ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা।

পরে এক প্রেস ব্রিফিং পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে এবারের সংকটে ত লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করেছে। এবং আগে থেকে ৪ লাখ রোহিঙ্গা ছিল। আমাদের মত দেশের জন্য ৭ লাখ রোহিঙ্গার ভরস পোষন একটা কঠিন কাজ।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া এবং খাবার চিকিৎসা দেবার জন্য বিদেশী দেশ এবং সংস্থার কূটনীতিকরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেছেন তারা বাংলাদেশকে সব রকবের সহায়তা দিবেন।