রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করতে সিপিএ’র প্রতি আহবান

রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করতে সিপিএ’র প্রতি আহবান

শেয়ার করুন

2017-11-05_bss-05_36470নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৬৩ তম কমনওয়েলথ পার্লামেন্টরি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন মানবিক দৃষ্টিকোন থেকে সাময়িকভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দেয়া হয়েছে। তাই এই ইস্যুটি বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করতে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিপিএ-এর চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রাপ্য সম্মান ও অধিকার দিয়ে ফিরিয়ে নিতে হবে। কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিদের প্রতি এই বিষয়ে উদ্যোগী হবার আহ্বান জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার পর্যন্ত এ সম্মেলন চলবে। আজ বিকেলে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিদেশী প্রতিনিধিদের ব্রিফ করবেন পররাষ্ট্র মন্ত্রী। এ সম্মেলনে ৪৪টি দেশের জাতীয় ও প্রাদেশিক পরিষদের ৫৬ জন স্পিকার এবং ২৩ জন ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ ৫৫০ এর বেশী প্রতিনিধি অংশ নিচ্ছেন।