রোহিঙ্গারা বিচার চায়: জাতিসংঘ মহাসচিবের টুইট

রোহিঙ্গারা বিচার চায়: জাতিসংঘ মহাসচিবের টুইট

শেয়ার করুন

A-G-3-696x471নিজস্ব প্রতিবেদক :

‘রোহিঙ্গারা বিচার চায়, তাঁরা চায় নিরাপদে বাড়ি ফিরতে’। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এক টুইট বর্তায় এ কথা লিখেছেন জাতিসংঘ মহাসচিব।

তিনি টুইটারে লিখেছেন, মিয়ানমারে হত্যা ও ধর্ষণের ঘটনা অকল্পনীয়। সেই কষ্টের অভিজ্ঞতাই সকাল থেকে রোহিঙ্গাদের কাছ থেকে শুনেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

পৌনে ৯ টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তাঁরা। বেলা পৌনে এগারোটায় যান কুতুপালংয়ে। সেখানে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে নির্যাতিত রোহিঙ্গা পরিবারের কথা শোনেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

আলাদা করে শুনেছেন রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা নির্যাতিত নারীদের কথা। বিকেলে ঢাকায় ফিরে রাতেই বাংলাদেশ ছাড়বেন এই দুই অতিথি।