রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়ে ঢাকা ছাড়ল নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা

রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়ে ঢাকা ছাড়ল নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা

শেয়ার করুন

image-79124নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ- মিয়ানমারের করা ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দিয়ে ঢাকা ছাড়ল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দল।

সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে প্রতিনিধি দলটি। সে সময় রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেবার জন্য প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ দেন। পরে মিয়ানমারে রওয়ানা হবার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন নিরাপত্তা পরিষদের সভাপতিসহ তিন জন।

তাঁরা বলেন, রোহিঙ্গাদের ফেরানোর দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে। এ কাজ চীন ও রাশিয়া বাধা দিচ্ছে কি না, এমন প্রশ্ন নাকচ করেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। তারা স্বীকার করেন রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ অত্যন্ত ধীর, সেটিকে বাড়াতেই নিরাপত্তা পরিষদের এই সফর।