রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

শেয়ার করুন

2017-09-28_bss-00_871901নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি ।

এসময় রোহিঙ্গাদের সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে বিশ্বের সকল দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

রামকৃষ্ণ মিশনে যাওয়ার আগে বিকেলে, ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরির্দশনের যান আব্দুল হামিদ। এ সময় দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন: দেশের মানুষ ধর্মান্ধ নয়, প্রতিটি ধর্মীয় উৎসব এখন ধম বর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলায় পরিণত হয়েছে। অশুভ শক্তি নিধনে দুর্গোৎসব অনুপ্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।