রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা পুলিশের

রোহিঙ্গাদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা পুলিশের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা জারি করা হয়েছে। রোহিঙ্গাদের ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা পাঠানো হয়।

এ সম্পর্কে বাংলাদেশের জনগণকে কিছু নিয়মকানুন মেনে চলার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর। শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের বাড়ি ভাড়া না দিতে অনুরোধ করা হয়েছে। কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের পরিবহন না করতে বারণ করা হয়েছে গাড়ি মালিক-শ্রমিকদেরও ।

তিন সপ্তাহ আগে রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর ইতোমধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়েছে। নতুন শরণার্থীদের জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আশ্রয় শিবির করেছে সরকার। সেখানে তাদের নিবন্ধনও করা হচ্ছে। তবে এরই মধ্যে চট্টগ্রামের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছেন রোহিঙ্গারা। বেশ কয়েকজনকে ধরার পর উখিয়ায়ও ফেরত পাঠানো হয়েছে।