রিশার হত্যাকারী ওবায়দুল নীলফামারীতে গ্রেপ্তার

রিশার হত্যাকারী ওবায়দুল নীলফামারীতে গ্রেপ্তার

শেয়ার করুন

নীলফামারী প্রতিনিধি:

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল নীলফামারীতে গ্রেপ্তার হয়েছে। বুধবার ভোরে নীলফামারী থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

Dinajpur-Obaydul-edit-

র‌্যাব-১৩ দিনাজপুর ক‌্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘তাদের একটি দল আগের রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারায় গ্রাম থেকে ওবায়েদকে আটক করে। আটক করার পর তাকে নীলফামারির ডোমারে র‌্যাবের একটি ক‌্যাম্পে রাখা হয়েছিল। সকালে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

এদিকে রিশার মৃত্যুর পর থেকেই বখাটে ওবায়দুলকে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করে সহপাঠীরা।

রিশা ২গত ২৪ আগস্ট দুপুরে পরীক্ষা শেষে স্কুলের সামনের ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওবায়দুল নামে এক ঘাতক রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিশার।

ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে। তাঁর বাবা মৃত আবদুস সামাদ।