রামপালবিরোধী হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া

রামপালবিরোধী হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সুন্দরবন-বিনাশী সব চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে রাজধানীতে চলা আধাবেলা হরতালে সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এ হরতালের ডাক দেয়। হরতাল-সমর্থকেরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে জাতীয় জাদুঘরের কাছাকাছি গেলে তাঁদের বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

পুলিশ জলকামান ব্যবহার করে। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কয়েক দফা এ ঘটনা ঘটেছে। এছাড়া হরতালের সমর্থনে পল্টন, মোহাম্মদপুর, মিরপুরে মিছিল হয়েছে।