রাজশাহী মেডিকেল মৃত্যু কমেছে

রাজশাহী মেডিকেল মৃত্যু কমেছে

শেয়ার করুন

Rajshahi medical college hospital_2
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে কমে এসেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১০ জন। শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে প্রাণ গেছে এ ১০ জনের। অথচ আগেরদিন দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ১৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে ২৭ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৪ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘন্টায় মৃত এ ১০ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন মাত্র একজন। বাকি ৯ জনের ৮ জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ থাকার পরও মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহী ও নাটোরের ৪ জন করে ৮ জন এবং বাকি দুইজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫৫ জন এবং সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন ৫৫ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৩৪। এদের মধ্যে ২০৬ জন করোনা আক্রান্ত রোগী।