রাজশাহী অভিযান: নারী জঙ্গি সুমাইয়ার ১০ দিনের রিমান্ড

রাজশাহী অভিযান: নারী জঙ্গি সুমাইয়ার ১০ দিনের রিমান্ড

শেয়ার করুন

operation sun devilনিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা থেকে আটক সুমাইয়া খাতুনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলাম এই আদেশ দেন।

সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল গোদাগাড়ী থানার পুলিশ।পুলিশের করা রিমান্ডের আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।

গত বৃহস্পতিবার সুমাইয়ার বাবার বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর বাবা সাজ্জাদ আলীসহ অন্যরা ঘর থেকে বের হয়ে শাবল ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীকে হত্যা করেন। এরপর সাজ্জাদ আলীসহ পাঁচজন নিহত হন। জঙ্গি আস্তানায় অভিযানের একপর্যায়ে আত্মসমর্পণ করেন সুমাইয়া।