সারাদেশে ভূকম্পন অনুভূত, নিহত এক

সারাদেশে ভূকম্পন অনুভূত, নিহত এক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীসহ সারাদেশে  ভূ-কম্পন অনুভূত হয়েছে। পরপর কয়েকবার এ কম্পন অনুভূত হয়।  ভারতের ত্রিপুরায় ছিলো ভূমিকম্পের কেন্দ্র। কেন্দ্রে এর মাত্রা ছিল রিখটার স্কেলে পাঁচ দশমিক পাঁচ নয়।

মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে এই কম্পণ অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরার রাজ্যের আমবাসাতে। ঢাকা থেকে ভুমিকম্প কেন্দ্রের দূরত্ব ১৭০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে।

ভূমিকম্পনটি উৎপত্তিস্থল ছিলো  ৩৬ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না- তা এখনো জানা যায়নি। তবে, ভূ-কম্পণ টের পেয়ে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে নগরবাসী।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূ-কম্পনের সময় আতঙ্কে এক জন মারা গেছেন। মাদ্রাসার দুইতলা ভবন থেকে লাফিয়ে পড়ে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

আহত কিশোর নাদিউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টা ১০ মিনিটে ভূকম্পনের সময় এই হতাহতের ঘটনা ঘটে।