রাজধানীতে নাশকতার জন্য বিস্ফোরক আনার পরিকল্পনা ছিল জেএমবির

রাজধানীতে নাশকতার জন্য বিস্ফোরক আনার পরিকল্পনা ছিল জেএমবির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে নাশকতার জন্য সমুদ্র পথে বিস্ফোরক আনার পরিকল্পনা ছিল সাভার থেকে গ্রেপ্তার হওয়া ৩ জেএমবি সদস্যের। শুক্রবার সকালে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

বৃহস্পতিবার রাতে সাভারের রাজ ফুলবাড়িয়া থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের এই ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। এদের একজন সাতক্ষীরার ধর্মান্তরিত মুসলিম, নাম তামিম দ্বারী, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। অন্যরা হলো যশোরের কামরুল হাসান ও কুমিল্লার মোস্তফা মজুমদার। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ গুলি-চাপাতি, ল্যাপটপ ও বিদেশি মুদ্রা উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

ব্রিফিংয়ে জানানো হয়, নেতৃত্বশূন্য তামিম-সারোয়ার গ্রুপে সদস্য সংগ্রহ করে নাশকতার জন্যই সংঘবদ্ধ হচ্ছিল নব্য জেএমবির সদস্যরা।