রমজানে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

রমজানে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রমজানের শুরু থেকেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে দাবি করেছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় সারা দেশেই সিএনজি ফিলিং স্টেশনগুলো বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকার কথাও বলেছেন তিনি।

অসহনীয় গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তির মধ্যে বিকেলে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দু’টি টাওয়ার ভেঙ্গে যাওয়া এবং গ্যাসের সরবরাহ কমে যাওয়ার কারণেই বিদ্যুতের উৎপাদন এবং সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

তবে রমজানে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের সংস্কার কাজ চলছে। প্রতিমন্ত্রী আরো জানান, প্রচণ্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের প্রয়োজনে দু’টি সার কারখানা বন্ধ রাখার কথাও জানান তিনি।