‘যে কোন বৈশ্বিক উদ্যোগকে স্বাগত জানাবে বাংলাদেশ’

‘যে কোন বৈশ্বিক উদ্যোগকে স্বাগত জানাবে বাংলাদেশ’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

যুব শক্তির বিকাশে যে কোন বৈশ্বিক উদ্যোগকে স্বাগত জানাবে বাংলাদেশ। বহিঃবিশ্বের সঙ্গে দেশের লাখ লাখ যুবকের জ্ঞান ও প্রযুক্তির সেতুবন্ধন করাই বাংলাদেশের বর্তমান সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফ এর ‘ডিজিটাল লিডারস’ পলিসি মিটিং অন জব’ শীর্ষক সেশনে বিশেষ অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। সুইজারল্যান্ডের স্থানীয় শেরাটন হোটেলে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ নির্মাণের নানা উদ্যোগ সকলের সামনে উপস্থাপনের জন্য এবছর ডব্লিউইএফ তাদের বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময় থেকে অন্তত আগামী ৩ দশক পর্যন্ত আমরা জনসংখ্যার একটি বড়ো অংশ হিসেবে পাবো যুব সমাজ, দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে। যা বাংলাদেশের একটি বড় শক্তি।