‘যেকোন মূল্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে’

‘যেকোন মূল্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জলদস্যুরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে, তাদের আইনি সহায়তা দেয়া এবং যেকোন মূল্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পন করেন জলদস্যুরা। বাহিনী প্রধান নোয়ার নেতৃত্বে ১২ জন জলদস্যু ২৫টি দেশি-বিদেশি অস্ত্র ও ১১০০ রাউন্ড গুলি জমা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোন মূল্যে সুন্দরবনকে নিরাপদ করা হবে। বাকী দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান তিনি। এ সময় র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, যারা সুন্দরবনে দস্যুদের অস্ত্র-গুলি দিয়ে সহযোগিতা করে, তাদের কোন ছাড় দেয়া হবে না। এর আগে, সুন্দরবনের আরো ৮টি দস্যুবাহিনীর ৭২ জন সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।