যুদ্ধাপরাধীদের মদদ দাতাদের বিচারও হবে: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের মদদ দাতাদের বিচারও হবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, পুনর্বাসন করেছে, তারাও বড় যুদ্ধাপরাধী। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের মদদ দাতাদের বিচারও এদেশে হতে হবে।

গণ ভবনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে যৌথ সভায় দলের প্রধান শেখ হাসিনা। ছবি: পিআইডিমঙ্গলবার সন্ধ্যায় গণ ভবনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও অর্জন ধ্বংস করা শুরু হয়। তারই ধারবাহিকতায় এদেশে আবারো যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন জিয়া এবং খালেদা জিয়া। তবে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ এখন অভিশাপমুক্ত হচ্ছে।

সাম্প্রতিক জঙ্গী হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আগে নিজে মানুষ পুড়িয়ে মেরে বেগম খালেদা জিয়া এখন জঙ্গীদের দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর হতে যাওয়া আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যই মূলত এই যৌথ সভা ডাকা হয়।