মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা

মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

টঙ্গীতে ফাঁসির আসামি জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতেই টঙ্গী থানার উপপরিদর্শক অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন। এতে হামলার পর আটক মোস্তফা কামাল ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক মোস্তফা কামালের ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হবে। হ্যান্ড গ্রেনেড, চাপাকি ছাড়াও আটক হওয়া মোস্তফার ব্যাগ থেকে ১৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাজিরার জন্য, কাশিমপুর কারাগার থেকে সোমবার ঢাকার আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা প্রিজনভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেগুলো রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এর পরই ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয়দের সহায়তায় মোস্তফাকে কামালকে আটক করে।