মুগদায় আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু

মুগদায় আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু

শেয়ার করুন

Gas Silinder

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে ছেলে ও মা মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টায় ছেলে উরফ চন্দ্র বৌদ্ধ (৫) ও দিবাগত রাত তিনটায় তার মা প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ (৩২) মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সকাল সাতটার পর মাতব্বর গলি এলাকায় সাজু মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় আগুন লাগলে চারজন দগ্ধ হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় সুধাংশু বৌদ্ধ (৩৫), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ, তাঁদের ছেলে উরফ বৌদ্ধ ও শাশুড়ি শেফালী বাড়ইকে (৫৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাতে মারা যান প্রিয়াঙ্কা ও উরফ। দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর মধ্যে উরফ ৬৭ ও প্রিয়াঙ্কা ৭২ শতাংশ দগ্ধ হয়েছিলেন। চিকিৎসাধীন সুধাংশু ২৫ ও শেফালী ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। সুধাংশু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের পান ব্যবসায়ী।