মুক্তিযোদ্ধা ও বয়স্কদের ভিসা প্রক্রিয়া সহজ করবে ভারত

মুক্তিযোদ্ধা ও বয়স্কদের ভিসা প্রক্রিয়া সহজ করবে ভারত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধা ও বয়স্ক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এছাড়াও দুর্গম সীমান্ত রক্ষায় ভারতের সড়ক, হাসপাতালসহ নানা অবকাঠামো ব্যবহার করতে পারবে বাংলাদেশ।

ভারতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরে রোববার সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ভারত সরকারের দেয়া তথ্য অনুযায়ী প্রতি বছর বৈধভাবে প্রায় ১৬ লাখ বাংলাদেশি ভারত সফর করে।

বাংলাদেশের নাগরিকদের জন্য গড়ে প্রতিদিন তিন হাজার ভিসা ইস্যু করছে দেশটি। এই ভিসার চাপ কমাতে দেশটি আগামীতে পাঁচ বছর ও তিন বছর মেয়াদি ভিসা দেয়ার কথা ভাবছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিন দিনের সফরে ভারতে সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সফল আলোচনা হয়েছে বলেও জানান তিনি।