মুক্তমনা লেখকদের হত্যায় জড়িত সন্দেহে আনসারুল্লাহর শরিয়াহ বোর্ডের সদস্য গ্রেপ্তার

মুক্তমনা লেখকদের হত্যায় জড়িত সন্দেহে আনসারুল্লাহর শরিয়াহ বোর্ডের সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন

 
নিজস্ব প্রতিবেদক :

অভিজিৎ রায়সহ ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের শরিয়াহ বোর্ডের সদস্য হাফেজ মাওলানা মো: মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডিএমপি দক্ষিণের গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং-এ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন : মাওলানা মাকসুদ যাত্রাবাড়ীতে একটি গোপন বৈঠকে এসেছিল। তার কাছ থেকে জিহাদী বইপত্র পাওয়া গেছে। পুলিশ বলছে : আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক, কাউকে হত্যার পরিকল্পনার আগে শীর্ষনেতাদের সমন্বয়ে গঠিত শরিয়া বোর্ডের অনুমোদন নিতেন। বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত আনসার আল ইসলামের কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর, তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে পুলিশের এই ভাষ্য।