মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করায় বিজিবির প্রতিবাদ

মিয়ানমারের হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করায় বিজিবির প্রতিবাদ

শেয়ার করুন

myanmar-12-7-2018-49894629নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, আজ সকালে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ- বিজিপি’র কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ পাঠানো হয়।

গতকাল সকালে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ইয়াংলাই পাড়া এলাকায়, মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার ভেতর দিয়ে উড়ে যায়। আগেও দু’বার বান্দরবানের থানচি সীমান্তের সাংঙ্গু রিজার্ভ ও নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। গত মাসে থানছি সীমান্তে মিয়ানমারের একটি ড্রোনও উড়তে দেখা যায়।