‘মাধ্যমিক পর্যন্ত সব বই ই-বুকে রূপান্তর করা হবে’

‘মাধ্যমিক পর্যন্ত সব বই ই-বুকে রূপান্তর করা হবে’

শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, pm, prime ministerনিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব বই ই-বুকে রূপান্তর করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬-এর উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য কম্পিউটার এবং মোবাইল ল্যাব করা হয়েছে, যাতে করে শিশুরা উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। তিনি বলেন, শিশুদের বইয়ের চাপে রাখলে হবে না, তাদেরকে মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলার সুযোগও দিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের সকল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। কারণ তারাই দেশের ভবিষ্যৎ, অশিক্ষার অন্ধকার কোনোভাবেই তাদের গ্রাস করতে পারবে না।

প্রধানমন্ত্রী এসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানের জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। তিনি প্রতিটি শিশুর অধিকার রক্ষার তাগিদ দেন।