মাছ-মুরগীর খাবার তৈরিতে ট্যানারির বর্জ্য নয়

মাছ-মুরগীর খাবার তৈরিতে ট্যানারির বর্জ্য নয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মুরগী ও মাছের খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট, ট্যানারি বর্জ্য থেকে মাছ-মুরগীর খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন । একটি কারখানার পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।

বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। এর ফলে, এ বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল থাকলো।