ভয়াল ২১ আগস্ট

ভয়াল ২১ আগস্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ভয়াল ২১ আগস্ট রোববার। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় মানবঢাল তৈরি করে নেতাকর্মীরা সভানেত্রী শেখ হাসিনাকে রক্ষা করেন।

২১ আগস্টবর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ ৩ শতাধিক।

আহতরা এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন বোমার স্প্লিন্টার। বেঁচে থেকেও দুর্বিষহ জীবন তাদের। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি নিয়েছে।

এদিন বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং মিলাদ মাহফিলে অংশ নেবেন।