ভারতে মোস্ট ওয়ানটেড ও জেএমবির প্রথম আমির ছিলো জঙ্গি সোহেল

ভারতে মোস্ট ওয়ানটেড ও জেএমবির প্রথম আমির ছিলো জঙ্গি সোহেল

শেয়ার করুন

জঙ্গি সোহেলনিজস্ব প্রতিবেদক :

ভারতে মোস্ট ওয়ানটেড ও জেএমবির প্রথম আমির ছিলো জঙ্গি সোহেল ওরফে হাতকাটা মাহফুজ। হলি আর্টিজান হামলার অস্ত্র ও বোমা সরবরাহ করেছিলেন এই সোহেল।

চাপাইনবাবগঞ্জ থেকে তার তিন সহযোগিসহ চারজনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে গোয়েন্দারা। শনিবার বিকেলে,ঢাকায় ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার পুশকুনি গ্রামের একটি টং ঘর থেকে সোহেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সোহেলকে ঢাকায় নিয়ে আসা হয়। আর্টিজান হামলায় উঠে আসে জঙ্গি সোহেলের নাম।

এছাড়া রাজধানীর কল্যাণপুর, চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিলো বলে দাবি গোয়েন্দাদের। সোহেল মাহফুজ ছাড়া অন্য তিনজন হলেন- হাফিজ, জামাল এবং জুয়েল। আজ রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলার কথা রয়েছে সোহেলকে।