ব্লগার রাজীব হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রানা রিমান্ডে

ব্লগার রাজীব হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রানা রিমান্ডে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানা ও তার সহযোগী আশরাফকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই আদেশ দেন।

সোমবার রানা ও আশরাফকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে ব্লগার রাজীবকে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়।

ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই মামলার রায়ে রানা এবং ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির আদেশ দেয়।