বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নেয়া অবৈধ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর নেয়া অবৈধ

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একটি সঙ্গে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ভ্যাট বাবদ আদায় করা অর্থ ফেরত দিতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে।

২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকারের সময় এবং পরে ২০১০ সালে মহাজোট সরকার এই ভ্যাট আদায়ে যে দুটি প্রজ্ঞাপন জারি করেছিল সেগুলো আজ অবৈধ ঘোষণা করা হয়। এ সংক্রান্ত ২৫ রিটের নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট বলেন এই ভ্যাট আদায়ের অধ্যাদেশ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক।