বুধবার সারাবিশ্বে ৯৩টি ভূমিকম্প

বুধবার সারাবিশ্বে ৯৩টি ভূমিকম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বুধবার সারাবিশ্ব জুড়ে ৯৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আর্থকুয়েকট্র্যাকডটকম নামের ভূকম্পন তদারককারি একটি ওয়েবসাইট। কম্পনগুলো রিখটার স্কেলের ৫ মাত্রার উপরে ছিলো বলে দাবি করেছে তারা।

14040054_1175234689201996_95477536019125683_nবুধবার বিকেলে এ রির্পোটটি লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া যায়। এদিন বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৩৩২ কিলোমিটার দূরে উত্তর-মধ্য মায়ানমারের বন্দরনগরী চাউক থেকে ২৪ কিলোমিটার দূরে। মাত্রা ৬.৮। ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিলো ৮৪ কিলোমিটার।

এদিন ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এতে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে অনেকে।

ইউএসজিএস জানায়, বুধবার ভোররাত ৩টা ৩৬ মিনিটে উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশের নরচা টাউনের কাছে ভূমিকম্পটির উৎপত্তি।

এছাড়া ইন্দোনেশিয়ায় ৬.০০ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।