‘বিমানবন্দরের নিরাপত্তায় কোনও ঘাটতি নেই’

‘বিমানবন্দরের নিরাপত্তায় কোনও ঘাটতি নেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিমানবন্দরের নিরাপত্তায় কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

গত রোবাবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যুবকের ছুরির আঘাতে নিহত হন এক আনসার সদস্য। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিমানমন্ত্রীর এই বৈঠক। এসময় তিনি সকলকে আশ্বস্ত করে বলেন শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পৃথিবীর যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা চলে।

এদিকে নিহত আনসার সদস্যের কথা স্মরণ করে তিনি বলেন জীবন দিয়ে হলেও সে তার দয়িত্ব পালন করেছে। বৈঠকে নিহত আনসার সদস্যের পরিবারকে মন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ, সিভিল এভিয়েশেনের পক্ষ থেকে ১ লাখ ও আনসার বাহিনীর পক্ষ থেকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।