বিটিআরসির নামে প্রতারণা করছে একটি চক্র

বিটিআরসির নামে প্রতারণা করছে একটি চক্র

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

একটি প্রতারকচক্র, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসির নামে ফোন কল ও এসএমএস এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সিম রেজিস্ট্রেশন তথ্য, অর্থ এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে বিটিআরসি এর ল্যান্ড লাইন +৮৮০২৯৬১১১১১ এবং মোবাইল নম্বর +৮৮০১৫৫৫১২১১২১ কপি করে ব্যবহার করছে।

এছাড়াও বিটিআরসি নামে ফোন কলসহ BD info, Bangladesh info, BTRC info প্রভৃতি নামে বিভিন্ন এসএমএস পাঠিয়ে পিন নম্বর বা অর্থও হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, কল বা এসএমএস-এর মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের জটিলতা দূর করার নামে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা গোপন পিন বা পাস-ওয়ার্ড চাওয়া হয় না।

কিন্তু প্রতারক চক্র বিটিআরসি’র নামে ব্যক্তিগত তথ্য, গোপন পিন বা পাস-ওয়ার্ড, অর্থ বা পুরস্কার প্রাপ্তি সংক্রান্ত কল বা এসএমএস পাঠাচ্ছে। এসব থেকে জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।