বিচারক নিয়োগের নীতিমালার ওপর জারি করা রুল নিষ্পত্তি

বিচারক নিয়োগের নীতিমালার ওপর জারি করা রুল নিষ্পত্তি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিচারক নিয়োগের নীতিমালার ওপর জারি করা রুল পর্যালোচনাসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত জানা যাবে না।

বৃহস্পতিবার সকালে, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলটি নিষ্পত্তি করেন। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের নির্দেশনা চেয়ে, ২০১০ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগিব রউফ চৌধুরী একটি রিট দায়ের করেন।

গত বছরের ১০ মে বিচারক নিয়োগের নীতিমালার ওপর হাইকোর্টের জারি করা রুলের শুনানি শুরু হয়। রিট মামলাটি শুনানির জন্য ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হকসহ সাতজন অ্যামিকাস কিউরি তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।