বিএনপি নেতা আবুল হোসেন নিহতের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইসির

বিএনপি নেতা আবুল হোসেন নিহতের ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইসির

শেয়ার করুন

সিইসিনিজস্ব প্রতিবেদক :

যশোরের বিএনপি নেতা আবুল হোসেন আজাদ নিহতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ  দিলেন প্রধান নিবাচন কমিশনার কেএম নুরুল হুদা।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন আগামীকালের সভায় ইভিএম নিয়ে সিদ্ধান্ত হবে।  সীমিত আকারে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে জানিয়ে তিনি বলেন: কারো দাবির মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসা হবে না।

ইভিএম ব্যবহৃত এলাকাগুলোতে ৫ থেকে ৬ দিন অগে গিয়ে সাধারণের সঙ্গে এর  পরিচয় করানো হবে।  প্রথমবারের মতো পোলিং এজেস্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার তাদের সঙ্গে দূরত্ব কমাতে, প্রশিক্ষকদের পরামর্শ দেন।