বাড্ডায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত

বাড্ডায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত

শেয়ার করুন

baddaনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। নিহত দু’জন আওয়ামী লীগের স্থানীয় নেতা ফরহাদ হোসেন হত্যার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

পুলিশ জানায়, ফরহাদ হত্যার পর ভাগ বাটোয়ারার বিষয়টি মীমাংসার জন্য সন্ত্রাসীরা গতরাতে সাঁতারকুলে জড়ো হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই এলাকায় যায়। ভোরের দিকে সন্ত্রাসীরা বের হওয়ার সময় পুলিশের উপস্থিত টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

নিহতরা হলেন, নুরুল ইসলাম সানি ও অমিত। পুলিশের দাবি, ফরহাদ হত্যার পর সিসিটিভি ফুটেজে লাল গেঞ্জি পড়া অস্ত্র হাতে পালিয়ে যাওয়া যুবক হচ্ছে সানি। আর নিহত অমিত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী আশিক ও আমেরিকায় পালিয়ে থাকা সন্ত্রাসী মেহেদীর সহযোগী।

গত ১৫ জুন দুপুরে জুমার নামাজের পর উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।