বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মোদির টুইট

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মোদির টুইট

শেয়ার করুন

ScreenShot_20170408170325এটিএন টাইমস ডেস্ক

হাসিনা-মোদি বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো গভীর হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি এ কথা বলেন।

মোদি বলেন, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের সম্মাননা দিতে। মানেক শ সেন্টারে সে অনুষ্ঠানে শহীদদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তাদের হাতেই শেখ হাসিনা তুলে দেবেন এই সম্মাননা।

ScreenShot_20170408170342মোদির টু্ইটের পর নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ মোদি-হাসিনার শীর্ষ বৈঠকে ২২ টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশে সময় শনিবার দুপুর পৌণে দুইটায় দু দেশের প্রধানমন্ত্রী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মরক গুলোর মধ্যে রূপপুর পারমাণবিক চুল্লতে ভারতের বিনিয়োগরে বিষয়টি স্থান পায়।  এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রোডের ফলক উন্মোচন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবনীর হিন্দি ভার্সনের মোড়ক উন্মোচন করেন। এছাড়া খুলনা-কলকাতা মৈত্র এক্সপ্রেস ২ এর উদ্বোধন করা হয়।

এছাড়া ৬ শ মেগাওয়াট বিদ্যুত ভারত থেকে বাঙলাদেশে রপ্তানি করতে এবঙ পাইপ লাইনে ডিজেল রপ্তানির ব্যাপারে সমঝোতা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এর আগে সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।