বহিষ্কৃত দুই অস্ত্রধারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বহিষ্কৃত দুই অস্ত্রধারী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

image-44536-1477737984নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে ফুটপাতে হকার উচ্ছেদের সময় অস্ত্র নিয়ে গুলি ছোড়ার ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণে ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ।

রাজধানীর শাহবাগ থানায় সোমবার রাতে উপ পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে সাব্বির হোসেন ও আশিকুর রহমানের বিরুদ্ধে এই মামলা করে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি জানিয়ে বলেন- আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার। গত ২৭শে অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় সাব্বির হোসেনকে রিভালবার উচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। এরপর সমালোচনার মুখে সোমবার সাব্বির ও আশিককে বহিষ্কারের কথা জানায় ছাত্রলীগ।