বরিশাল মেডিকেলে দগ্ধ ৭০ জন ভর্তি, গুরুতর ১০ জন ঢাকায় স্থানান্তর

বরিশাল মেডিকেলে দগ্ধ ৭০ জন ভর্তি, গুরুতর ১০ জন ঢাকায় স্থানান্তর

শেয়ার করুন

Barishal

এটিএন টাইমস ডেস্ক।।

ঝালকাঠিসংলগ্ন সুগন্ধা নদীতে অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ জন দগ্ধ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান জানিয়েছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে ৫০ সদস্যের একটি দল বরিশালে আসছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে বরগুনার উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যায় অভিযান-১০ নামের লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

মৃত ও আহত ব্যক্তিরা বরগুনা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে আজ সকাল থেকেই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাঁরা দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠাচ্ছেন।

অন্যদিকে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার কার্যক্রম পরিদর্শনে ঘটনাস্থলে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ-আল মামুন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব সদরদপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।