বন্যার আশঙ্কা আছে, তবে খাদ্য সংকট হবে না: প্রধানমন্ত্রী

বন্যার আশঙ্কা আছে, তবে খাদ্য সংকট হবে না: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

2017-08-13_8_40175নিজস্ব প্রতিবেদক :

এবছর আগাম বন্যার আশঙ্কা আছে, তবে খাদ্য সংকট হবে না। পুষ্টি পরিষদের সভায় একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন সরকারের লক্ষ্য মানুষের পুষ্টি নিশ্চিত করা।

পুষ্টি সম্পর্কিত দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরনের লক্ষ্যে, প্রতিষ্ঠানটির গতিশীলতা বাড়াতে রোববার সকালে পরিষদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুষ্টি পরিষদের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী, দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরণে বিভিন্ন নির্দেশনা  দেন। বলেন, পুষ্টিকর খাদ্য নিয়ে মানুষের মধ্যে থাকা ভুল ধারনা দূর করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশী সাহায্যের আশায় বিএনপি সব সময় খাদ্য ঘাটতি জিইয়ে রেখেছে। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট আওয়ামী লীগ সরকার।

আগাম বন্যায় ফসল নষ্ট হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবারো বন্যার শঙ্কা রয়েছে। তবে তা মোকাবেলায় সক্ষম সরকার।