বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আনিসুল হক

বনানী কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত আনিসুল হক

শেয়ার করুন

24232042_318590308626105_4211402219855611781_nনিজস্ব প্রতিবেদক :

বনানী কবরস্থানে মায়ের পাশে, ছোট ছেলের কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এর রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও বাদ আসর জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

সদ্য প্রয়াত মেয়রের শেষ বিদায়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে হাজারো মানুষের ঢল নামে। এর আগে আনিসুল হককে শেষবারের মত দেখতে তাঁর বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।
24176914_318590275292775_5608791086598713955_nতারও আগে, দুপুরে মেয়র আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় এসে পৌঁছায়। চলতি বছরের ২৯ জুলাই সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র। পরে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে প্রদাহজনিত কারণে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান তিনি।

তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। আগামী ৬ ডিসেম্বর বুধবার বাদ আসর, গুলশানের আজাদ মসজিদে সদ্য প্রয়াত মেয়রের কুলখানি অনুষ্ঠিত হবে।