বনানীর রেইন ট্রি হোটেলে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

বনানীর রেইন ট্রি হোটেলে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাজধানীর বনানীতে রেইন ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনায় সেখানে গেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। সকাল ১০টা থেকে কমিটির সদস্যরা ওই হোটেলে অবস্থান করছেন।

এর আগে এই ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের যথাক্রমে ৬ ও ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের আদালতে হাজির করে পুলিশ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দু’জন ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিলেটের মদিনা মার্কেট থেকে তাদের আটক করে পুলিশ। ভোরে তাদের ঢাকায় আনা হয়। সাফাত আহেমদ এবং সাদমান সাকিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

তদন্ত কাজে সহায়তা করার জন্য গঠিত হয়েছে তদন্ত সহায়ক কমিটি। এছাড়া মামলা নিতে বনানী থানা কোনো রকম অনিয়ম করেছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।