বনানীর অভিজাত হোটেলে গণধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

বনানীর অভিজাত হোটেলে গণধর্ষণের শিকার দুই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানীর অভিজাত হোটেল রেইনট্রিতে গণধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঢাকা মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাদেরকে এখনো আইনের আওতায় আনেনি পুলিশ।

বনানী থানায় দায়ের করা ধর্ষণের মামলার প্রধান আসামী সাফাত আহমেদ ব্যবসায়ী দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে। দিলদার আহমেদ সেলিম আপন জুয়েলার্সের কর্ণধার। মামলার দ্বিতীয় আসামী নাঈম আশরাফ এবং তৃতীয় আসামী সাদমান সাকিফ।

সাকিফের বাবা রেগনাম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: হোসাইন জনি। অন্য দুই আসামী সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার বডিগার্ড। ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর মা জানিয়েছেন, আসামীরা প্রভাবশালী হওয়ায় বিচার পাওয়া নিয়ে তারা শঙ্কিত।