বনানীতে দুই ছাত্রী ধর্ষণ ঘটনার অভিযোগ গঠন ৯ জুলাই

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ ঘটনার অভিযোগ গঠন ৯ জুলাই

শেয়ার করুন

বনানী ধর্ষণনিজস্ব প্রতিবেদক :

ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে ৯ জুলাই।

আলোচিত এ মামলায় পুলিশের অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম আজ এই দিন ঠিক করে দেন। আদালতে উপস্থিত ৫ আসামির পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

গত ৭ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক ইসমত আরা এমি। অভিযোগপত্রে প্রধান আসামি সাফাত আহমেদ ও নাঈম আশরাফের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ এবং সাফাতের বন্ধু সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।