বক ধার্মিকরাই সংঘাত সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

বক ধার্মিকরাই সংঘাত সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ধর্ম পালনের ভান করে, তারাই ধর্মে ধর্মে সংঘাত সৃষ্টি করছে।

গত অক্টোবরে, ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস । সারা বিশ্বের ১২১ জনের মধ্যে কোন বাঙালী হিসেবে তিনিই প্রথম কার্ডিনাল হওযার গৌরব অর্জন করেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে তাকে সংবর্ধণা দেন খ্রিস্টান এসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্যাট্রিক ডি রোজারিওর কার্ডিনাল হওয়াকে বাংলাদেশের অর্জন বলে আখ্যা দেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ । তাই সকলের অধিকার রক্ষা করা সরকারের অন্যতম লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে ধর্মনিরেপেক্ষ দেশের জন্ম হলেও, ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর, সাম্প্রদায়িকতা উষ্কে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে সম্পৃক্ত হতে আহবান জানান।