‘প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবীদের জন্য আলাদা কর্নার থাকবে’

‘প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবীদের জন্য আলাদা কর্নার থাকবে’

শেয়ার করুন

press-club

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় প্রেসক্লাবের নতুন ভবনে শহীদ বুদ্ধিজীবীদের জন্য আলাদা কর্নার থাকবে এবং বুদ্ধিজীবীদের নিয়ে নিয়মিত গবেষণা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। বুধবার, শহীদ বুদ্ধিজীবী দিবসে আয়োজিত আলোচনা সভায় তারা একথা বলেন।

নেতারা বলেন, স্বাধীনতার এত বছর পর, এই প্রথম বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রেসক্লাবে কোন আয়োজন হলো। অনুষ্ঠানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন।

স্বাধীনতার আগে-পরে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গর্বের ছিলো বলে মন্তব্য করেন তারা। বলেন, সাংবাদিকতা কখনোই নিরপেক্ষ নয়, বরাবরই জনগণের স্বার্থের পক্ষে এ পেশার অবস্থান। এ মহৎ পেশাটিকে কলুষিত করলে তা হবে গোটা সমাজের জন্য আত্মঘাতি।

১৯৭১ সালে শহীদ ১৩ সাংবাদিকের লেখা প্রকাশের মাধ্যমে বুদ্ধিজীবী দিবস পালনের দাবি জানান শহীদদের সন্তানরা। তারা বলেন, যুদ্ধের পরেও অনেক কষ্টের সময় তারা কাটিয়েছেন, কিন্তু কাউকে পাশে পাননি। এখন দেশকে জঙ্গীমুক্ত দেখতে চান, দেশের কল্যাণ দেখে স্বজন হারানোর কষ্ট ভুলতে চান তারা ।