প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার অনাপত্তিপত্র সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার অনাপত্তিপত্র সংক্রান্ত প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার অনাপত্তিপত্র সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আইনমন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়।

তিনি ফিরে না আসা পর্যন্ত আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। এর আগে বুধবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি এস কে সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারির ফাইলে স্বাক্ষর করেন।

২৫ দিনের  অবকাশ শেষে ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার দিনই অসুস্থতার কারণ দেখিয়ে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেন সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ৩১ জানুয়ারি এস কে সিনহার অবসরে যাওয়ার কথা রয়েছে।