প্রথম বাঙালি কার্ডিনাল হলেন প্যাট্রিক

প্রথম বাঙালি কার্ডিনাল হলেন প্যাট্রিক

শেয়ার করুন

patrick_drozario-fbনিজস্ব প্রতিবেদক:

ক্যাথলিক খ্রিষ্টানদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ `কার্ডিনাল’ হিসেবে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও। তিনি প্রথম বাঙালি কার্ডিনালও।

গত ৯ অক্টোবর প্যাট্রিক ডি রোজারিওসহ সারা বিশ্ব থেকে ১৭ জন কার্ডিনালের নাম ঘোষণা করেন পোপ ফ্রান্সিস।এ খবরে অভিভূত আর্চবিশপ নিজেও। এটিএন টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পোপ ফ্রান্সিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন বাংলাদেশের। বাংলাদেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে তিনি তার নতুন দায়িত্বকে একটি সুযোগ হিসেবেই দেখছেন।