প্রতি বছর বিশ্বে ২০ লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়

প্রতি বছর বিশ্বে ২০ লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

প্রতি বছর বিশ্বে ২০ লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। অনুন্নত ও মধ্যম আয়ের দেশের প্রায় ৮০ ভাগ শিশুই এ রোগে আক্রান্ত হয় বলে জানিয়েছেন শিশু ক্যান্সার বিশেষজ্ঞরা।

রোববার শিশু ক্যান্সার সচেতনতা নিয়ে অনুষ্ঠিত এক র‌্যালি শেষে বিশেষজ্ঞরা এসব তথ্য জানান। ‘সঠিক সময়ে, সঠিক নিয়মে চিকিৎসা করলে অধিকাংশ শিশুর ক্যান্সার নিরাময় সম্ভব’ স্লোগান নিয়ে মাসব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। ‌

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে হাসপাতাল চত্বর ও শাহবাগ মোড় প্রদক্ষিণ করে।  পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসানসহ শিশু ক্যান্সার বিশেষজ্ঞরা।