‘পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নেই’

‘পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নেই’

শেয়ার করুন

210323mujibul-hoque-chunnu1_1

নিজস্ব প্রতিবেদক :

তৈরী পোশাক শ্রমিকদের বেতন একবার বাড়ানোর পর, পাঁচ বছেরর মধ্যে তা আবারো বাড়ানোর আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্ন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তৈরী পোশাকখাতের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ৩ বছর আগে ওয়েজ বোর্ডের মাধ্যমে একবার শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে উল্ল্যেখ করে প্রতিমন্ত্রী বলেন, বেতন বাড়াতে হলে আইনগত ভাবে আর ২ বছর অপেক্ষা করতে হবে।

আশুলিয়ার শ্রমিক অসন্তোষের পেছনে মদদদাতার খুজে বের করতে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। আগামী জানুয়ারী থেকে কর্মস্থলে কোন শ্রমিক মারা গেলে ২ লাখের বদলে  ৫ লাখ টাকা ক্ষতিপূরন দেওয়া হবে বলেও জানান  কর্মসংস্থান প্রতিমন্ত্রী।